মাসুদুল ইসলাম সবুজ স্টাপ রিপোর্টার
কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে স্টিলবডি নৌকা দিয়ে বিভিন্ন নদী থেকে বালি এনে অবৈধ ব্যবসায়ীরা বালি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।এছাড়া বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থেকে বিভিন্ন বিল ও বিভিন্ন পুকুর থেকে বালি উত্তোলণ করে আসছে দীর্ঘদিন ধরে এ মহলটি। গ্রামের নিরাপরাদ গ্রাম বাসীরা তাঁদের ক্ষতি জেনেও কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। গতকাল রবিবার সলুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারের পার্শ্ববর্তী এলাকায় সরেজমিন গেলে দেখা যায়, স্টিলবডি নৌকার বিভিন্ন শ্রমিকরা জানান, কখনো নরসিংদীর আলগীরচর নদীর ও বিভিন্ন নদী থেকে বড় বড় ড্রেজার মেশিন বসালে সেখান থেকে তাঁরা প্রতি ফুট বালু ২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ৮০ পয়সা কিনে কুলিয়ারচরের বিভিন্ন ব্যবসায়ীর নিকট ড্রেজার মেশিন দিয়ে বালি বিক্রি করে থাকেন। গতকাল রবিবার সলুয়া উত্তর হাটির শাহিনূর ইসলাম (৩০) বলেন, ড্রেজার ব্যবসায়ীরা বালু কিনে আনে, সেই বালু তাঁরা বাড়ী ভরাট করেন বলে উল্লেখ করেন।এবিষয়ে গতকাল রবিবার বিকেলে কুলিয়ারচর সহকারী কমিশনার (ভূমি ) শারমিনা সাত্তারের সঙ্গে মঠোফোনে আলাপ করলে তিনি এই প্রতিবেদককে বলেন, এখন থেকে অবৈধভাবে বালি উত্তোলণের বিষয়টি দেখবেন বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy