কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি খালে অভিযান পরিচালনা করে ১৭ টি অবৈধ খরা জাল উচ্ছেদসহ খালে অবৈধ ভাবে জাল দিয়ে বাঁধ দেওয়া ৮'শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার পাচাটিয়া বিল সংলগ্ন গণকখালী খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মৎস্য দপ্তরের ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত লিফ এবং সালুয়া ইউনিয়ন গ্রাম পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে গণকখালী খালের ১৭ টি অবৈধ খরা জাল (ফিক্সড ইঞ্জিন) উচ্ছেদ করা হয়। এছাড়া খালে আড়াআড়ি বাঁধ দেয়ার কারণে প্রায় ৮'শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্ষেত্রসহকারী মো. রাকিবুর রহমান রফিক, ক্ষেত্র সহকারী মো. রুহুল আমীনসহ ইউনিয়ন লিফবৃন্দ ও গ্রাম পুলিশ ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy