প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ১০:৫২ পি.এম
কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন

কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন আজ সোমবার রাত বারোটা থেকে জেলাব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা করে জেলা প্রশাসক । কিন্তু কঠোর লকডাউনের ঘোষণা করলেও তার কোনো তৎপরতা নেই সাধারণ জনগণ মানছেনা স্বাস্থ্যবিধির কোন বালাই।
শুধুমাত্র দূরপাল্লার পরিবহন এবং দোকানপাট শপিংমল ছাড়া সবকিছুই যেন স্বাভাবিকই চলছে। কুষ্টিয়ায় বর্তমানে করুনার ঊর্ধ্বগামী হওয়াতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কে ডেডিকেটেড এবং কুষ্টিয়ার জেলাকে রেড জোন আওতাভুক্ত করা হয়েছে। কিন্তু কঠোর বিধিনিষেধ থাকলেও আজ সকাল থেকে কাঁচা বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বিধি না মেনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মানুষ যেন এই কঠোর বিধি বিধি নিষেধ মানতে নারাজ। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তারই ধারাবাহিকতায় বিভিন্ন পয়েন্টে পুলিশ বেরিকেড দিয়ে সকল প্রকার যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে জেলা পুলিশ । কিন্তু যেসব জায়গায় বাসের বেরিগেট দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে সেই ব্যারিকেড পার হলেই পাওয়া যাচ্ছে অটো অথবা রিক্সা।
কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া মোড়ে বাশের ব্যারিকেড দিয়ে যানবহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও বাশের ব্যারিকেড পার হয়ে পাওয়া যাচ্ছে অটো এবং রিক্সা । মানুষ পায়ে হেঁটে গিয়ে সেখান থেকে অটো রিকশা যোগে তার গন্তব্যে যেতে কোন বাধা নিষেধ নাই।
মোল্লাতেঘরিয়া মোড়ের পুলিশ চেকপোস্টের কর্মরত এস আই মেহেদির সাথে কথা বললে তিনি জানান আমরা শুধু মাত্র বাঁশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করেছে। তারপরে বাসের ব্যারিকেড পার হয়ে কেউ যদি অটোতে উঠে সে বিষয়ে আমরা কিছু জানি না।
কিন্তু বর্তমানে কুষ্টিয়ায় করুনার যে ঊর্ধ্বগামী তাতে প্রশাসন যদি কঠোর না হয় তাহলে কুষ্টিয়ার ভবিষ্যৎ ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হতে পারে কুষ্টিয়া।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy