কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আলাদাভাবে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মোঃ রতন (২১) ও ভেড়ামারা উপজেলার মোঃ রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত মদ পান করে অসুস্থ্য হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩জনের মৃত্যু হয়।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে । তবে এবিষয়ে এখনো কেউ লিখিত কোন অভিযোগ করেননি বলেও জানায় ওসি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy