সালমা জাহান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় আরো দুইজনের প্রাণহানি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৭ জন। এরমধ্যে করোনা নিয়ে ৯ ও ৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ২৩০ নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৬ জনে। নতুন দুইজনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৬ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ০ দশমিক ৮৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া দুইজন কুমারখালী উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত জেলায় এক লাখ ৯ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন ও হোম আইসোলেশনে আছেন ৮১ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy