প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ৫:১৮ পি.এম
কুষ্টিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া) প্রতিনিধি :
অবৈধ সম্পদের অর্জন ও দখলের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
আব্দুর রশিদ (৫৬) রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রওশন আলী মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকার চাঁদ মহাম্মদ রোডে বসবাস করেন।
দুদক সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের কর্মজীবনের জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে ২০১০-১১ করবর্ষ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত তার নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো নির্ভরশীল ব্যক্তির নামে অর্জিত স্থাবর, অস্থাবর, দায়দেনা ও সম্পদ অর্জনের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। তাতে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে কর্মজীবনের জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের উৎসের বিষয়ে আব্দুর রশিদ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
আসামির দখলে থাকা সম্পত্তির মধ্যে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূত। অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক সমন্বিত জেলা কার্যালয়)।
২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে মামলাটি করেছেন।
কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy