প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৫:৪৮ পি.এম
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ,বাস খুলে দেওয়ার দাবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ
তিন দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার বেলা সাড়ে ১০টায় শহরের মজমপুর গেট এলাকায় এ কর্মসুচী পালন করেন শ্রমিকরা। সমাবেশে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বাস চালু, শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সমাবেশে শ্রমিকরা বলেন, প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস। এতে করে তারা কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও সেই ভাবে খাদ্য সহায়তা করেননি। আর সামান্য পরিমাণ খাবার দিয়ে আমাদের দু দিনও চলবে না। বরং বাস খুলে দিলে আবারও গাড়ি চালিয়ে খেয়ে বাঁচতে পারবো।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন,দীর্ঘদিন গাড়িঘোড়া বন্ধ থাকার প্রভাবে না খেয়ে দিন কাটছে অনেক শ্রমিকের। জেলা প্রশাসনও খাদ্য সহায়তা দেয়নি তেমন একটা। পরে তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। শ্রমিকদের শান্ত করে বাড়ি ফেরানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy