প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ১:৫১ এ.এম
কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালাতো ভাইসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, শিশু মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১১) ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার মাসুম ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই।
স্থানীয়রা জানায়, বারদাগ এলাকায় মুস্তাফিজের বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম ও মুস্তাফিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ জালাল বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy