কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী-ছেলেকে গুলি করে হত্যা, এএসআই আটক
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
| ১৩ জুন ২০২১ | ১:৪৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী-ছেলেকে গুলি করে হত্যা, এএসআই আটক
FacebookTwitterShare
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ।
surjodoy.com
রোববার সকালে শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাকিল, আসমা এবং আসমার সন্তান রবিন। অভিযুক্ত এসআই খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যাকাণড ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
The Daily surjodoy
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন। এর কিছুক্ষণ পর হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে স্থানীয়রা।
The Daily surjodoy
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।
তিনি বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy