প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৪:৫৩ পি.এম
কুষ্টিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে স্বর্ণশিল্পী ও আওয়ামীলীগ নেতা আনিসের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে স্থানীয় জনগণ মানববন্ধন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনা করে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থন্বেসী কুচক্রি মহল।
শনিবার ২৪ এপ্রিল সকাল ১২ টার সময় কুমারখালীর ছেউড়িয়া কারিগর পাড়া এলাকায় মেরুর মার্কেটে কুষ্টিয়া জেলা স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস সাংবাদিকদের উপস্থিতিতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আনিসুর রহমান আনিস বলেন, আমি দীর্ঘ ২৩ বছর যাবৎ শ্রমজীবী মানুষের মধ্যে এন,এস রোড কুষ্টিয়া স্বর্নপট্টিতে সুনামের সহিত কাজ করে আসছি। গত বেশ কিছুদিন যাবৎ এলাকাবাসী লক্ষ্য করে আসছিল বিভিন্ন জায়গার যেমন, গড়াই নদীর চর, কালী নদীর পাড় একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে জায়গা দখল করে ভোগ দখল ও বিক্রয় করে আসছিল ।
বিষয়টি আমাদের অঞ্চলের সচেতন মানুষের নজরে আসায় দেখতে পাই চাপড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসের জন্য নির্ধারিত জায়গা কালী নদীর পুল সংলগ্ন পূর্ব পাশে । বর্তমানে কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম বন্ধ থাকার কারণে ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নূর মোহাম্মদ পুকাড়ীর নেতৃত্বে অবৈধ দখল করে রাতের অন্ধকারে শ্রমিক লাগিয়ে পাকা দোকান নির্মাণ কাজ শুরু করেন ।
বিষয়টি এলাকার সচেতন মানুষের মধ্যে জানাজানি হলে সাধারণ জনগণ একত্র হয়ে প্রতিবাদ ও মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাই সকলের ন্যায় উক্ত মানববন্ধনে আমরা অংশগ্রহণ করি। তারই পরিপ্রেক্ষিতে বাধবাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ সাব-ইন্সপেক্টর মোহাম্মদ রফিক সরেজমিনে তদন্ত করে সময় সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করেন এবং উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

যার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ও আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মিথ্যা তথ্য প্রচার করেন। Rajib khan নামক ফেসবুক আইডি পুকাড়ি মেম্বারের বড় ছেলে গত ২৩/০৪/২০২১ ইং তারিখ একটি ভুয়া মানববন্ধনের পোস্টার লেখেন । সেখানে উল্লেখ করেন আনিসের নেতৃত্বে মাদকের সাম্রাজ্য গঠন করেছে।
এলাকাবাসী জানায় যে ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে তাদের কৃতকর্ম সর্বমহলে জানে তিনি নিজেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মাদক সম্রাট । কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে গত ০২/০৭/২০১৯ ইং তারিখ মাদক মামলায় যাবজ্জীবন সাজা হয় রাজীবের। বর্তমানে রাজিব হাইকোর্ট থেকে জামিনে আছে ।
তাই আমাদের বিরুদ্ধে আনীত মিথ্যা তথ্য প্রচার এর বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি । সেই সঙ্গে বাংলাদেশের প্রচলিত আইনে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার বন্ধ করে বাংলাদেশ সংবিধানের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি ।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী থানা আমি লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন , চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মেরু,কামরুজ্জামান পিল্টু,মাসুদ হোসেন,সহ কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy