প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ১২:৫২ পি.এম
কুষ্টিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া থেকে বহুল প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার চীফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম হৃদয় ও দৈনিক চিত্র পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ লাল্টু আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হুমকি দেওয়ার অভিযোগে চাপড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুর মোহাম্মদ পুকাড়ী ও তার দুই ছেলে রাজীব ও রাব্বুলের নামে কুমারখালি থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক হৃদয় ও সাংবাদিক লাল্টু। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২২/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকার সময় কুমারখালি থানাধীন চাপড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসের নির্ধারিত জায়গা দখল করার প্রতিবাদে স্থানীয় জনগণ মানববন্ধন করেন। উক্ত মানববন্ধন করার পর পুলিশ প্রশাসন উক্ত জায়গাটি তাদের দখলে নেয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উক্ত মানববন্ধনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় । বিভিন্ন গণমাধ্যমে উক্ত সংবাদ প্রচার হওয়ার পর থেকে চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পুকারে ও তার দুই ছেলে রাজীব এবং রাব্বুল সাংবাদিক হৃদয় ও সাংবাদিক লল্টুকে প্রতিপক্ষ ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুকারী মেম্বারের বড় ছেলে রাজীব Rajib khan নামক ফেসবুক আইডিতে সাংবাদিক লাল্টু ও সাংবাদিক হৃদয়কে মাদক ব্যবসায়ী বানিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়াও পুকারী মেম্বার সাংবাদিক লাল্টু ও সাংবাদিক হৃদয়কে সুযোগ পেলে প্রানে মেরে ফেলবে এবং মাদকদ্রব্য দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাসাবে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। বর্তমানে সাংবাদিক লাল্টু ও সাংবাদিক হৃদয় আতংকের মধ্যে জীবনযাপন করছে। তাই যথাযথ কর্তৃপক্ষ উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন বলে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy