কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিষাক্ত সাগের ছোবলে মারা গেছে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষক। এর আগে একই ঘরে সাপের ছোবলে মারা গেছে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী নুরজাহান এবং কন্যা ময়না খাতুন। ২ বছরের ব্যবধানে একই পরিবারে এবং একই ঘরে ৩ জনের মৃত্যুর ঘটনা আতঙ্কিত করে তুলেছে এলাকাবাসীকে। এ ঘটনা উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামে।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় কামড় দেয় বিষাক্ত সাপ। এ সময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আঁচরিয়ে ফেলে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও বক্করকে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া অপরাগ স্বীকার করলে রাতেই কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারা আরো জানান,একই ঘরে প্রায় এক বছর আগে বকরের কন্যা ময়না ও দুইবছর আগে তার স্ত্রী নুরজাহানের সাপের কামড়ে মৃত্যু হয়।
এতথ্য নিশ্চিত করে নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান,এর আগে একই ঘরে সাপের কামড়ে নিহতের সন্তান ও স্ত্রীর মৃত্যু হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy