প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ৭:৩৪ পি.এম
কুষ্টিয়া কুমারখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে বসতঘরে : ব্যাপক ক্ষয়ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ওভারলোডেড ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বসত ঘরে ঢুকে পরে বলে জানা গেছে। মঙ্গলবার ভোড়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে নন্দলালপুর বোর্ড অফিস সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া-১১-১৯১০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে যায়। এতে চড়াইখোল খালপাড়া গ্ৰামের মোজ্জামেল খন্দকারের টিনের ঘরটি দুমড়ে মুচড়ে যায়। এবং একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে আগুনের সুত্রপাত ঘটে। পরে স্থানীয়রা কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুণ নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, হাইওয়ে পুলিশ উদ্ধারের কাজ করছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy