কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ছাতারপাতা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও হাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে এগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানায়, ছাড়ারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে ১৫/২০ জন সন্ত্রাসীদের নিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র জড়ো করে এলাকায় আধিপত্য বিস্তার ও হাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় কালিদাশপুর ক্যাম্পের পুলিশের যৌথ টিম শনিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লাঠিয়াল বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এ সময় রাজ্জাকের বাড়িতে রাখা পাহাড়ী রামদা, ফলা, ঢাল, ছুরি, হাসুয়া, টাংনী, চাপাতি, কোঁচসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, পূর্বপরিকল্পিত ভাবে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামীদের প্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy