রানী আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
কুহেলিকা’ ছবিতে অর্ষা
আরেকটি ওয়েব ছবিতে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। জি-ফাইভের প্রযোজনায় ‘কুহেলিকা’ নামে তার নতুন ছবিটি নির্মাণ করছেন সামিউর রহমান। এরই মধ্যে ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলায় ছবির শুটিং শুরু হয়েছে। ‘নেটওয়ার্কের বাইরে’ ছবির পর এতে আরও একবার অর্ষার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে। তার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সাফা কবির, এলিনা শাম্মী, সাফায়েত প্রমুখ।
থ্রিলারধর্মী এ ওয়েব ছবি নিয়ে অর্ষা বলেন, ‘ওটিটির জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন অনেকে। এ ছবিও তার ব্যতিক্রম নয়। দর্শকের ভালো লাগার মতো অনেক উপকরণ থাকছে এতে। গল্পে যেমন বাঁকবদল আছে, তেমনি চরিত্রগুলোতেও চেনা মানুষের ছায়া। যে কারণে নানা শ্রেণির দর্শকের মনে ছবিটি ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস।’ চলতি বছরের শেষ প্রান্তে ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা জানান।