রানী আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
কুহেলিকা’ ছবিতে অর্ষা
আরেকটি ওয়েব ছবিতে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। জি-ফাইভের প্রযোজনায় ‘কুহেলিকা’ নামে তার নতুন ছবিটি নির্মাণ করছেন সামিউর রহমান। এরই মধ্যে ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলায় ছবির শুটিং শুরু হয়েছে। ‘নেটওয়ার্কের বাইরে’ ছবির পর এতে আরও একবার অর্ষার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে। তার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সাফা কবির, এলিনা শাম্মী, সাফায়েত প্রমুখ।
থ্রিলারধর্মী এ ওয়েব ছবি নিয়ে অর্ষা বলেন, ‘ওটিটির জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন অনেকে। এ ছবিও তার ব্যতিক্রম নয়। দর্শকের ভালো লাগার মতো অনেক উপকরণ থাকছে এতে। গল্পে যেমন বাঁকবদল আছে, তেমনি চরিত্রগুলোতেও চেনা মানুষের ছায়া। যে কারণে নানা শ্রেণির দর্শকের মনে ছবিটি ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস।’ চলতি বছরের শেষ প্রান্তে ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy