প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ৪:০৩ পি.এম
কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ
কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। শীতের কারণে দুর্ভোগে রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় কর্মজীবী ও দিনমজুররা শীতকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। টানা শৈত্য প্রবাহে শীতজনিত নানা রোগে ভুগছে মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর আধিক্য।
তীব্র শীতে হত দরিদ্র ও নদী তীরবর্তী মানুষ প্রয়োজনীয় গড়ম কাপড়ের অভাবে রয়েছে চরম বিপাকে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, সরকারিভাবে শীতার্তদের জন্য ৫৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, চলতি বছর জেলায় ১ লক্ষ ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬০ হাজার হেক্টর জমিতে হাইব্রীড বীজধান লাগানো হচ্ছে বলে তিনি জানান। শীতের কারণে রোপন কিছুটা বিঘ্নিত হলেও সেটা সমস্যা হবে না।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy