কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নয় হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি নিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে জেলার উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের পূর্বদড়িচর সানেরপাড় এলাকায় বুড়িতিস্তা নদীর দু’পাড়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানের আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়।
উদ্বোধনী সভায় ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিবুল হাসান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার সুলতানা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূরে-ই-জান্নাত রুমি প্রমূখ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার বিভিন্ন উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নদীর পাড়সহ অধিগ্রহন জায়গায় ছয় হাজার ফলদ, দুই হাজার বনজ ও এক হাজার ভেষজ প্রজাতির গাছের চারা আগামী দুই সপ্তাহের মধ্যে লাগানো হবে।