প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৭:২৬ পি.এম
কুড়িগ্রামের এসপি’র নির্দেশনায় হারানো শিশু মৌলতা ফিরল বাবার কাছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম'র নির্দেশনায় হারানো শিশু মৌলতাকে ফিরে পেয়েছে তার বাবা।
জানা গেছে, গত ২ অক্টোবর কুড়িগ্রাম সদরের ছয়আনিপাড়ার মজিদুল ইসলামের শিশু মৌলতা হারিয়ে গেলে ৬-১০-২০ ইং তারিখে কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করেন তার বাবা।বিষয়টি পুলিশ সুপার জানতে পেরে শিশুটিকে উদ্ধার করতে সদর থানাকে নির্দেশ দেন। এসপি'র নির্দেশনা অনুযায়ী গতকাল ৩১-১০-২০ইং সন্ধ্যায় সদর থানার শেষ সীমানা সেলিম নগর হতে মৌলতাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানার টিম। পরে রাতেই মৌলতার বাবাকে থানায় ডেকে মেয়ে কে বুঝিয়ে দেয়া হয়। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy