প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২০, ৮:০৩ পি.এম
কুড়িগ্রামের কালজানী নদী থেকে মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর সীমান্তে জনৈক
শহীদুল ইসলামের বাড়ির পাশে ভারত থেকে প্রবাহিত কালজানী নদী দিয়ে ভেসে আসা গলায় তুলসীর
মালাসহ হিন্দু-ধর্মাবলম্বী এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নদীতে ভাসতে দেখে
পুলিশকে খবর দেয় এলাকাবাসী ।
পুলিশ খবর পেয়ে দুপুর ২টায় নৌকা যোগে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬ টায় থানায় নিয়ে আসে। পরে ঐ ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রহমান বাদী হয়ে
একটি ইউডি মামলা দায়ের করে।
ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহটি দেখে মনে হচ্ছে সে ভারতের নাগরিক ও
হিন্দু-ধর্মাবলম্বী।হয়ত নদীতে পড়ে মৃত্যুবরণের পর বাংলাদেশের অভ্যন্তরে ভেসে এসেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy