
কুড়িগ্রামের চিলমারীতে আম পারতে গিয়ে আম ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :
Facebook Twitter share
কুড়িগ্রামের চিলমারীতে আম পারতে গিয়ে গাছ থেকে পরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলা সদরের থানাহাট ইউনিয়নের ব্যাপারীর বাজারে এন্তা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক পাশ্ববর্তী রাণিগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকার মতিয়ার রহমানের ছেলে।
Surjodoy.com
স্থানীয়রা জানান, আম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এমদাদুল হক এন্তা মেম্বারের বাড়ির গাছের আম কিনে তা পারতে যায়। এসময় অসাবধানতাবশত: পা পিছলে গাছ থেকে সোজা বাউন্ডারি ওয়ালে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। এতে মাথায় গুরুতরভাবে জখম হয় সে। পরে আহত জাহাঙ্গীর আলমকে দ্রুত উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
The Daily surjodoy
এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, গাছ থেকে পরে গিয়ে আঘাতপ্রাপ্ত একজনকে মৃত: অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply