কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে প্রতিজনকে সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম করে সুজি দেয়া হয়।
শনিবার (২২আগস্ট ২০২০) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট দাখিল মাদ্রাসা মাঠে ১৫০, বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২০০, ফুলবাড়ী ইউনিয়নের জোতকৃষ্ণ হরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫০, শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫০, নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০ টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও কুড়িগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক বুলবুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল হক মিলনসহ উপজেলা ও ইউনিয়ন এর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy