প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ১১:১৫ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ২২ টি স্কুল ও মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৮ টি কলেজ ও ২ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শাহবাজার এএইচ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, সহকারী প্রোগ্রামার আজমল আশরাফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy