প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৭:২৭ পি.এম
কুড়িগ্রামের বাঁশজানী সীমান্তে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। রােববার সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে আটকের ঘটনা ঘটে।
ইউপি সদস্য এরফান আলী জানান, বাঁশজানী গ্রামের আব্দুল করিমের পুত্র শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করল দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। ধৃত শিপন একজন অটাে রিকসা চালক।
কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মােহাম্মদ জামাল হােসেন জানান, শিপনকে মদ,গাঁজা এবং মাদকদ্রব্যসহ বিএসএফ ভারতের অভ্যন্তরে আটক করেছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy