প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২০, ৯:৫৭ পি.এম
কুড়িগ্রামের রৌমারীতে করোনার উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে করোনার উপসর্গ নিয়ে আলতাফ হোসেন নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম ওই পুলিশ সদস্যের করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলতাফ হোসেন রৌমারী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে।ওসি জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় গত ২৮ জুলাই ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু এখনও তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি। সোমবার ভোরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy