প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ৩:১৭ পি.এম
কুড়িগ্রামে অর্ধ শতাধিক তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি :
করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অর্ধ শতাধিক তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে স্বাস্থ্য বিধি মেনে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সাঈদ হাসান লোবান, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, ছানালাল বকসী, খন্দকার একরামুল হক সম্রাট প্রমুখ।
এসময় খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি ও হাফ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। এর আগে কর্মহীন ৫ শতাধিক মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছিল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy