কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) খেলা নিয়ে জুয়া ও চায়ের দোকানে ভীড় জমালে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।ইতিমধ্যে নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন থেকে আইপিএল জুয়া খেলার দায়ে ৬জনকে গ্রেফতার এবং জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও টিভি জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন,আইপিএল শুরু হওয়ার পর এক শ্রেনীর তরুন ও কিশোর খেলা দেখার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে।এমনকি খেলাকে কেন্দ্র করে মাদকসহ দূর্ঘটনার ঘটনাও ঘটেছে।বেড়েছে পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা।তাই সকল অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান তিনি।
পুলিশ সুপার আরো বলেন,সন্ধ্যার পর বিভিন্ন বাজারে টিভিতে আইপিএল দেখানো ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। আপনার সন্তানদের সন্ধ্যার পর বাসায় অবস্থান নিশ্চিত করুন, জুয়া ও নেশার কবল থেকে রক্ষা করুন।সমগ্র জেলাব্যাপী আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy