প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৬:০৯ পি.এম
কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিট পুলিশিং সভা
কুড়িগ্রাম জেলা পতিনিধিঃ
কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ মাঠে সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ারের সঞ্চালনায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন-চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক ব্যাপারী, রেদওয়ানুল হক দুলাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং সভায় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা হাজারো জনতার উদ্দেশ্য বলেন-কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকা একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পায়ঁতারা করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনের দিন এই এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। সুতরাং ভোটররা নির্ভয়ে ভোট সেন্টারে আসবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy