কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের হলোখানায় একাধিক মামলার আসামী মো: সিরাজুল ইসলামকে সোমবার রাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম, পিতা- হাছেন উদ্দিন, গ্রাম- ভেরভেরী, থানা ও জেলা কুড়িগ্রাম হলোখানা ইউনিয়নের তার একটি সম্মিলিত সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা, পুলিশবাদী মামলা সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এখনও হত্যা মামলা চলমান রয়েছে। যার মামলা নং- ২৮৭/১৪, পুলিশবাদী মামলা নং- ৮৯/২০(কুড়ি), খাইরুল ইসলাম কর্তৃক দায়ের কৃত মামলা নং- ১২৭/২০১৯, আমজাদ হোসেনের দায়েরকৃত মামলা নং-৫৬২/১৭, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক কর্তৃক দায়ের কৃত মামলা নং-১৩৬/১৭ সহ একাধিক মামলা ও অভিযোগ তার বিরুদ্ধে চলমান রয়েছে। অনেক মামলা ঝিমিয়েও পড়েছে। সম্প্রতি গত ১০.০৩.২০ইং একই এলাকার আব্দুল জলিলের সাথে পূর্ব পারিবারিক কলহের সূত্রে চলমান অনুষ্ঠিত সালিশ বৈঠকে সিরাজুল ইসলাম সহ তার সঙ্গীয় দল আব্দুল জলিলের পুত্র মমিনুর রহমান মমিনকে হত্যার উদ্যেশে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এছাড়াও সে সময়ে আব্দুল জলিলের অন্যান্যদের উপরও অতর্কিত হামলা চালিয়ে আহত করে। আব্দুল জলিল এ ঘটনার বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে। গত সোমবার রাতে থানা পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..