প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ৮:০৬ পি.এম
কুড়িগ্রামে করোনায় কর্মহীনসংস্কৃতিকর্মীদের প্রণোদনা প্রদান
কুড়িগ্রামে করোনায় কর্মহীনসংস্কৃতিকর্মীদের প্রণোদনা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি:
করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ১শ সংস্কৃতি কর্মীকে আর্থিক প্রণোদনা ওপ্রায় অর্ধশত অস্বচ্ছল শিল্পীকে মাসিক ভাতার ১১ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্তএই অনুদানের চেক প্রদানকরেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামে পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ পরিচালক নুরন্নবী খন্দকার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সংগীত শিল্পী, নাট্যশিল্পী, যাত্রাশিল্পী, নাট্যকার ও বাদ্যযন্ত্রীসহ ৯৭জন সংস্কৃতি কর্মীও প্রত্যেককে করোনা কালীন প্রণোদনা হিসেবে ৫ হাজার টাকার চেক প্রধান করা হয়। একই সঙ্গে ৪৬ জন অস্বচ্ছল শিল্পীর প্রত্যেককে ১৪ হাজার ৪০০-৩৬ হাজার টাকা হিসেবে মোট ১১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার চেক প্রদানকরা হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পী ও সংগঠনকে এ ধরণের সহায়তা প্রধান করা হবে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy