প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ২:০৮ এ.এম
কুড়িগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
কুড়িগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে করোনা আক্রান্ত হয়ে নুরুল হক নুরু (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
নুরুল হক রাজীবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারী গ্রামের বাসিন্দা এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে তিনি সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। শনিবার (২৪ জুলাই) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার করোনা টেস্ট করানো হয় টেস্টে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করা হয়। পরিবারের সদস্যরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিরার দিবাগত রাতে মৃত্যু বরণ করেন তিনি।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সারওয়ার জাহান বলেন, নুরুল হক মেম্বারকে করোনা টেস্ট করানো হয়েছিল, টেস্টে তার পজেটিভ এসেছিল। আমাদের এখানে অক্সিজেনের সু-ব্যবস্থা এবং করোনার উন্নত চিকিৎসা সামগ্রী নেই।তাই উনাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়েছিল।পরে শুনেছি রাতেই তিনি মৃত্যু বরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy