প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ১০:৫০ পি.এম
কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে আনন্দ র্যালি
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নতুন করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ র্যালি বের করা হয়।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
উল্লেখ্য, সোমবার (২১ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই অঞ্চলের মানুষদের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy