কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাকিনুল হক চৌধুরী ছোটনের নেতৃত্বে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাটে এক অসহায় নারীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ভুক্তভোগী নারী আনজিনা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে বলেন, তার নামীয় ৩৫ শতক জমি ছাত্রলীগ নেতা ছোটন কেনার কথা বলে দখল করে নিচ্ছে। থানা পুলিশ আইন আদালত করেও জোড় পুর্বক জমি দখল প্রতিরোধ করতে পারছেন না তিনি। এ অবস্থায় জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনজিনা বেগমের স্বামী মিজানুর রহমান মিজু, তার শশুড় বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাকিনুল হক চৌধুরী ছোটন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনের পুত্র এবং সাবেক ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ছোট ভাই এবং ছাত্রলীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাকিনুল হক চৌধুরী ছোটনের বাবা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, ওই নারী মুল মালিক নন। আমার ছেলে বৈধ কাগজপত্রধারী মুল মালিকের কাছ থেকে জমি কিনেছে। ওই নারীর বক্তব্য মিথ্যা। ওই নারীর স্বামী একজন ভূমিদস্যু। এলাকায় এসে খোঁজ নিয়ে দেখেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..