প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ১০:৩২ পি.এম
কুড়িগ্রামে কোভিড-১৯ ও স্বাস্থ্যসেবা শীর্ষক আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম মহান বিজয় দিবস উপলক্ষে জেনারেল হাসপাতালের আয়োজনে কোভিড-১৯ ও স্বাস্থ্যসেবা শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালস্থ ডক্টরস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নবিউর রহমান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক শোভা রানী বিশ্বাস, সিনিয়র স্টাফ নার্স রোকেয়া বেগম, শাহনাজ সিদ্দীকা সানু, প্রধান সহকারি মো. ইউনুছ আলী প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনে জেলা স্বাস্থ্যবিভাগ নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy