কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু ব্যবসায়ী কর্তৃক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনায় বিজিবি’র বাগভান্ডার কোম্পানি ক্যাম্পের হাবিলদার ওবায়দুল হক মিয়া বাদী হয়ে বুধবার থানায় ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামীয় প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, মঙ্গলবার (৭জুলাই) সকালে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা ৪ টি ভারতীয় গরুসহ ৫ ব্যবসায়ীকে আটক করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যের উপর অতর্কিত হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
বুধবার(৮ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাঃ আতিয়ার রহমান জানান, বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।