
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের ডাল কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুধাশ চন্দ্র রায় (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াভীর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত কৃষক দুপুরে বাড়ীর পাশে একটি কদম গাছের ডাল কাঁটার সময় ভুলবশত একটি ডাল বিদ্যুতের মেইন তাঁরে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে রশি দিয়ে গাছে থাকা কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply