1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কুড়িগ্রামে চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছে “ফ্রেন্ডশিপ” 
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল  সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম! সাভারে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ  লোহাগাড়ায় “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উপলক্ষে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছে “ফ্রেন্ডশিপ” 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ১.০৪ পিএম
  • ২৩৬ বার পঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চর এলাকায় সুবিধাবঞ্চিত জনগনের পূর্ণ জীবনমান প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা “ফ্রেন্ডশিপ” এর ট্রান্সজিশন ফান্ড (এএসডি) প্রকল্প। এ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলায় ২৪টি গ্রামে ফ্রেন্ডশিপ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৭২০ জন অসহায় দুস্থ সদস্যদের নিয়ে কাজ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে “ফ্রেন্ডশিপ” এর ট্রান্সজিশন ফান্ড (এএসডি) প্রকল্প ব্যাবস্থাপক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, সদস্যদের সঞ্চয়ী মনোভাব, সঞ্চয় তহবিল গঠনে দক্ষতা  বৃদ্ধি ও এ্যাডভোকেসি সহায়তায় স্থানীয় সম্পদ সন্নিবেশিত করনের মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ভৌগলিক দুর্দশাগ্রস্থতা  হ্রাসকরণ এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও সদস্যদের আয় রোজগার নিয়মিতকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্ন্য়ন, সম্পদবৃদ্ধি এবং সমাজে সুশাসন যেমন বাল্যবিবাহ রোধ,পারিবারিক নির্যাতন বন্ধ, জাতীয় সংসদ ও সংবিধান সম্পর্কে ধারণা, জিডি করার কৌশল ইত্যাদি শিক্ষামূলক আলোচনাসহ দুর্যোগ পরিন্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, আমরা ৭২০ জন সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের প্রত্যেকে একটি করে ভেড়া, উন্নত মানের সব্জী বীজ, পোঁকা মারার ফেরোমন ফাঁদ ও ওষুধ, বীজ সংরক্ষনের পট বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
রৌমারী উপজেলার পাড়ের চর এফডিএমসির সদস্য মোছা: রাশেদা খাতুন, বিউটি খাতুন, স্বপনা বেগম, খায়রুন নেছা ও আব্দুর রশিদ বলেন, “ফ্রেন্ডশিপ” এর ট্রান্সজিশন ফান্ড (এএসডি) প্রকল্প আওতায় প্রশিক্ষণ নিয়ে আমরা চরাঞ্চলের মানুষ নিজেদের বসতবাড়ীতে আধুনিক পদ্ধতিতে বেড এবং মাদায় জৈব সার ব্যবহার করে ভালোমানের সবজি চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা ও পুষ্টি পূরণ করতে সক্ষম হয়েছি। তাছাড়া অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।
যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এনামুল হক মন্টু বলেন, “ফ্রেন্ডশিপ” থেকে একটি উন্নত জাতের ভেড়া পেয়ে ছিলাম। সেটি পালন করে ৬ মাস পরে আমি তিনটি ভেড়ার মালিক হয়েছি। এই ভেড়া পালন করে আমি স্বাবলম্বী হবো ইনশাআল্লাহ। একই কথা বলেন, লাইলী বেগম, আব্দুল মান্নান, আমেনা বেগম।
দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, ফ্রেন্ডশিপ থেকে প্রশিক্ষণ নিয়ে আমার এলাকার ৪টি গ্রামের মানুষ উন্নত জাতের শাক-সব্জি ও ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন। বন্যা পরবর্তি সময়ে তারা আমার সাথে কথা বলে তাদের গ্রামের ভাঙ্গা রাস্তায় নিজেরাই বাশেঁর সাঁকো তৈরী করেছেন। বাল্য বিয়ে প্রতিরোধে আমাকে তারা তথ্য দিয়ে সহায়তা করেন। এভাবে যদি প্রতিটি গ্রামের মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে তাহলে দারিদ্রতার হার অনেকাংশে কমে আসবে বলে আমি আশা করি।
এই সকল কার্যক্রম ট্রান্সজিশন ফান্ড (এএসডি) প্রকল্পের আওতায় ফেন্ডশিপ লুক্সেমবার্গ এর সহায়তায়, টিম লিডার, ক্লাইমেট এ্যাকশন, মো: নাঈম খান এবং প্রোগ্রাম ম্যানেজার, সায়রা রহমান এর নির্দেশনায়, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ আশরাফুল ইসলাম মল্লিক এর ব্যবস্থানায়, প্রজেক্ট অফিসার, সিনিয়র ফিল্ড ফ্যাসিলেটর, ফিল্ড ফ্যাসিলেটর দের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews