কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে চাঞ্চল্যকর শিশু সিয়াম হত্যার ঘটনা উন্মোচনের পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম পুলিশ সুপার অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বর্ণনা তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
তিনি জানান, জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে গত ২০জুন সকালে ৫ বছরের শিশু সিয়াসের উপর বিকৃত লালসা চরিতার্থের পর তাকে গলা টিপে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। টানা ৬দিন তদন্ত করার পর ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক সিয়ামের চাচাতো ভাই কিশোর রাসেল বাবু রাকিবকে (১৫) গ্রেফতার করতে সক্ষম হয়। ঘাতক ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামীকে মঙ্গলবার বিকেলে যশোরে শিশু সংশোধনাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, গত ২০জুন সকালে শিশু সিয়ামকে বাড়ি থেকে ৪শ’ গজ দূরে পাট ক্ষেতের ভিতরে গলায় পাটের আঁশ দিয়ে পেচিয়া মৃত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তকালে পুলিশ জানতে পারে ঘাতক রাসেল বাবু (১৫) আম খাওয়ার লোভ দেখিয়ে শিশুটির উপর বিকৃত লালসা চরিতার্থ করে। এ ঘটনা বাড়িতে জানিয়ে দিবে শুনে শিশু সিয়ামকে ঘাতক রাসেল বাবু দু’হাত দিয়ে গলা টিপে হত্যা করে। পরে পাটের আঁশ গলায় পেচিয়ে রেখে বাড়িতে চলে যায়। ঘটনার ৬দিন পর ঘাতককে সনাক্ত করে পুলিশ। ঘাতক রাসেল বাবু একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের জহুরুল হকের পূত্র।
Leave a Reply