কুড়িগ্রাম প্রতিনিধি :
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, হাত ধোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরে হাত ধোয়া, র্যালি ও স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক প্রকৌশলী সায়হান আলী প্রমুখ।
lasix sodium Although isothiocyanates derived from cruciferous plants belonging to the Brassicaceae family are potent inducers of NRF2 28, a role for NRF2 signaling was not evaluated