কুড়িগ্রাম প্রতিনিধি : ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনাসভা ও ভিডিও প্রদর্শন করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, এডিশনাল এসপি কল্লোল দত্ত, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: নজরুল ইসলাম, জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়। এসময় উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উভয় সভায় পরিবার-পরিকল্পনা বিভাগকে জন্ম নিয়ন্ত্রণ রোধে কার্যক্রর ভূমিকা পালনে বিভিন্নমূখী কার্যক্রম হাতে নেয়ার অনুরোধ জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy