কুড়িগ্রাম প্রতিনিধিঃ
র্দীঘ বন্যার কবল থেকে চিলমারীকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকালে উপজেলার চিলমারী সদর জোড়গাছ সড়কে বেলেরভিটা এলাকাবাসীর উদ্যোগে চিলমারী সদরসহ শতাধিক গ্রামকে দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে রক্ষার দাবিসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন স্লুইচ গেইট তৈরি ও শহর রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা বন্যা থেকে রক্ষাসহ স্থায়ী সমাধান এবং বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা ত্রাণ চাইনা বন্যা থেকে বাঁচতে চাই স্থায়ী সমাধান। এলাকার ছাত্রনেতা রয়েল শেখ জানান, সদরসহ প্রায় শতাধিক গ্রাম দীর্ঘদিন থেকে পানিতে ডুবে আছে এর স্থায়ী সমাধান চাই। তিনি আরো বলেন, শহর রক্ষা বাঁধ মেরামতসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন করে আরো স্লুইচ গেট চাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy