কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) থেকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুরু হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালনের আহবান জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, জেলার ৪৯৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।প্রতিটি পূজা মন্ডবে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।সুষ্ঠু ও নিরাপত্তার সহিত শারদীয় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে কাজ করছে জেলা পুলিশ।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে মটরসাইকেল ও গাড়ীতে টহল জোড়দার করা হয়েছে।পাশাপাশি পুলিশী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঠেকাতে সোশাল মিডিয়া মনিটরিং করা হবে। দুর্গাপূজা উৎসব চলাকালে কোন সমস্যা হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy