প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ১১:৫২ পি.এম
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: আতিকুল হক।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, ব্র্যাকের প্রোগ্রাম হেড (নলেজ, ম্যানেজমেন্ট এন্ড ইভালুয়েশন) খন্দকার গোলাম তাওহীদ, প্রশিক্ষণ প্রকল্পের পরামর্শক আবদুল লতিফ খান, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক ব্র্যাক হিউমেনিটারিয়ান প্রোগ্রাম বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হিসেবে কুড়িগ্রাম ও পটুয়াখালী জেলার ৫টি উপজেলা ও ৭০টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করতে কাজ করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy