প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২০, ৪:২১ পি.এম
কুড়িগ্রামে পর্নোগ্রাফির জমজমাট ব্যবসা আটক-৯
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার(২৬ জুন) রাতে জেলার ১১ টি থানায় পর্নোগ্রাফি বিরোধী অভিযান চালিয়ে পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে ৯জনকে আটক করেছে পুলিশ।এদের মধ্য কুড়িগ্রাম সদরে ৪ জন, নাগেশ্বরীতে ১জন, ফুলবাড়ীতে ২জন, রৌমারীতে ২জনকে আলামত ও কম্পিউটারসহ আটক করে পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলায় পর্নোগ্রাফি বিরোধী অভিযান চালিয়ে কিসামত মাল ভাঙ্গা মোগলবাসা ইউনিয়ন বাজার থেকে কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার দায়ে আপেল মাহমুদ (২৩), মিজানুর রহমান (২০), মমিনুল ইসলাম (৩০) ও তালুক কালুয়া রায়পুর বাজার থেকে জাহিদ হাসান (২৮)কে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলার নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে পর্নোগ্রাফির অপরাধে নাগেশ্বরী বাজারের শুকুর আলী মার্কেটের নিজস্ব দোকান রয়েল ডট কম্পিউটার সার্ভিসিং এন্ড ডাউনলোড দোকান থেকে রবিউল ইসলাম(৩০)কে আটক করা হয়।আটক ব্যক্তি পৌরশহরের সাতানি পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের পুত্র।
শনিবার দুপুরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রওশন কবীর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের অপর এক অভিযানে ফুলবাড়ী বাজারের পূবালী ব্যাংকের নিচে নিউ ভাই ভাই স্টুডিও এন্ড ফটোষ্ট্যাট এবং রাকিব ডিজিটাল মিডিয়া নামক দুইটি দোকান হতে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবরাহ করার অপরাধে আব্দুল মান্নান ওরফে লিটন(৩৫) ও মোঃ সাইফুর রহমান(৩৮)কে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে জেলার রৌমারীতে পর্ণোগ্রাফি অভিযানে এ.আর মার্কেট হতে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহ করার অপরাধে মোঃ বিল্লাল(২০) ও আশরাফুল ইসলাম (২১) কে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে শনিবার দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, চলমান পরিস্থিতিতে লকডাউনের সময়ে অনেক কিশোর ও তরুন বিভিন্ন দোকান থেকে পর্নোগ্রাফি সরবরাহ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে।পর্নোগ্রাফি কিশোরদের ধর্ষনের মত অপরাধের প্রবনতা তৈরী করে, তাই জেলাজুড়ে পর্নোগ্রাফি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy