কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জমিসহ ঘর মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১২৫৯টি ভূমিহীন-গৃহহীন পরিবার।
বুধবার (২০ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় পর্যায়ে কুড়িগ্রামের ভূমিহীন-গৃহহীন পরিবারগুলোর মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১৫৬৯জন, দ্বিতীয় পর্যায়ে ১০৭০জনসহ মোট ৩৮৯৮জন পরিবার গৃহ পাচ্ছেন। জেলায় মোট ৪১২০জন গৃহহীনকে গৃহ প্রদানের টার্গেট নেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে ১২৫৯ জন গৃহ পাবার পর আর মাত্র ২২২ জনকে গৃহ দেওয়ার জন্য বরাদ্দ চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ গণমাধ্যমকর্মীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy