কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রভাবশালীদের কাছে অসহায় পৌরসভা। নকশা বহির্ভূত ইমারত নির্মাণ কাজ অপসারণের নোটিশ জারির পরও থেমে থাকেনি নির্মাণ কাজ। বিল্ডিং মালিক প্রভাবশালী হওয়ায় নোটিশ দিয়ে হাত গুাটিয়ে বসে আছে পৌরসভা।তাই দেখা দিয়েছে জনমনে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, পৌরসভা থেকে চলতি বছরের ১৪ জুন নকশা বহির্ভূত নির্মান কাজ অপসারণের জন্য নোটিশ প্রদান করা হয়। প্রভাবশালী বাড়ির মালিক গোলাম মোস্তফা নোটিশ উপেক্ষা করে সমঝোতার কথা বলে কাজ চালিয়ে যাচ্ছেন। পৌরসভা থেকে বারবার নোটিশ দেয়া হলেও তা মানছেন না তিনি। পৌরসভাস্থ নাজিরা ডাক্তার পাড়ায় কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪তলা ভবন নির্মান করছেন ঠিকাদার, ইটভাটা ও কোল্ড স্টোরেজের মালিক গোলাম মোস্তফা। করোনাকালিন সময়ে হঠাৎ এক মাসের মধ্যে তিনি বিল্ডিং-এর নীচটি ফাঁকা রেখে উপরে ছাদের কাজ শুরু করেন। সীমানার মধ্যে ভবন নির্মাণ করায় উপরের সানসেট চলে যায় অন্যের বাড়িতে। এনিয়ে প্রতিবেশী বাড়ির মালিক আজাদুন্নবী আনছারী ভবন নির্মান আইন ভঙ্গ করে বিধিমোতাবেক কাজ না করায় পৌরসভাসহ কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোন সমাধান পাননি ভূক্তভোগী আজাদুন্নবী আনছারী।
এব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ জানান, একজন পৌরকমিশনারসহ আপোস মীমাংসার কথা শুনেছি। সরকারি রাস্তায় কলাম স্থাপন এবং অন্যের বাড়িতে সানসেট চলে যাওয়ার পরও অবৈধ অংশ না ভেঙ্গে কিভাবে আপোস মীমাংসা হয় এই প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটে দেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy