প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২২, ১২:০৮ এ.এম
কুড়িগ্রামে প্রাণিসম্পদ বিভাগের গরু বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বন্যা প্রবণ ও সীমান্তবর্তী সুবিধা বঞ্চিতদের মাঝে বকনা গরু বিতরণ করেছে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সাংবাদিক শ্যামল ভৌমিক, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
অনুষ্ঠানে ১৮জন উপকারভোগীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৬০জন উপকারভোগীকে বকনা গরু প্রদান করা হবে বলে কর্মকর্তারা জানান। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ও সদর উপজেলার বিভিন্ন চরের অধিবাসী যাদের নিজস্ব কোন গরু নাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই বকনা গরু হস্তান্তর করা হয়।
উপকারভোগীদের ছয় মাসের জন্য গো-খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান তারা।
সরকারের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস বিতরণের আয়োজন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy