প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২০, ৬:০৯ পি.এম
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে পাটখেত জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে। সুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরজ্জামান কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে বানের পানিতে পাট জাগদিতে নামেন। এরপর হটাৎ অসুস্থবোধ করলে হাতের ইশারায় তিনি তীরে দাড়ানো মানুষের সহযোগীতা চেয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দল দুপুরে বিলের মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy