প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২২, ১২:০৯ এ.এম
কুড়িগ্রামে বন্যার পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বানের পানিতে পড়ে মিশু বম্মন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী আকন্দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু বম্মন (১৫) নরেশ বম্মনের ছেলে।
জানা যায়, পুটিমারী আকন্দ পাড়ায় মিশু বম্মন সকাল ১১ টায় বাড়ি থেকে কলাগাছের ভেলা করে পাউবো বাঁধে আসতে ভেলা থেকে পুকুর পার হওয়ার সময় বন্যার পানিতে পরে যায়। পরে পাউবো বাঁধের লোক জন তাকে উদ্ধারের চেষ্ঠা করলে প্রবল স্রোতে ভেসে যায়।কিছু ক্ষন পরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে এলাকায় কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy