প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ১১:২৩ পি.এম
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা।
এতে নদী তীরবর্তি মানুষের দূর্ভোগ বেড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে পড়েছে এসব এলাকার মানুষ। বন্যাকবলিত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের পানি পরিমাপক জোবায়ের রহমান জানান, গত ১ সপ্তাহ ধরে নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত-২৪ ঘন্টায় (বৃহষ্পতিবার বেলা ১২ পর্যন্ত) ব্রহ্মপুত্র নদের পানি ১২ সে.মি. বেড়ে বিপদ সীমার ৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহত পানি বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ কহিনুর বলেন, বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রি পৌঁছে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরো দেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy